শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ | সময়: বিকেল ৪:১১

পেকুয়ায় পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

Daraz horizontal banner

পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে নুরী ও হাসান নামে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

কক্সবাজার ভ্রমণ গাইড

নিহত দুই শিশু উপজেলার টৈটং ইউনিয়নের বনকানন এলাকার মোহাম্মদ আমিনের সন্তান।

রবিবার (২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে তাদের খালার বাড়ি একই ইউনিয়নের কইড়ার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নুরী ও হাসান মা’সহ বনকানন থেকে কইড়ার পাড়ায় খালু জাকের হোসেনের বাড়িতে বেড়াতে যান। দুপুরে পরিবারের অগোচরে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে তাদের পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা, তবে ততক্ষণে দুজনই মারা গেছে।

এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

টৈটং ইউনিয়ন পরিষদের সদস্য মো. রুকুন উদ্দিন বলেন,
“দুই ভাই-বোনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের মাতম চলছে। পরিবারটি শোকে নিস্তব্ধ হয়ে পড়েছে।”

পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফা বলেন,
“এমন ঘটনা অত্যন্ত মর্মান্তিক। শিশুদের বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক হতে হবে।”
তিনি দুর্ঘটনায় নিহত দুই শিশুর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Daraz horizontal banner
technoviable
Daraz square banner
technoviable

2 Responses

shamim শীর্ষক প্রকাশনায় মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট