দলের ফর্মের কারণে ভীষণ চাপে ছিলেন জাবি আলোনসো। শেষ পর্যন্ত স্প্যানিশ ফুটবল জায়ান্ট রিয়াল মাদ্রিদ জানিয়ে দিয়েছে, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তার সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন সাবেক মাদ্রিদ তারকা আলভারো আরবেলোয়া।
বার্সেলোনার কাছে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে হারের একদিন পরই এই সিদ্ধান্ত জানায় রিয়াল মাদ্রিদ। দায়িত্ব নেওয়ার মাত্র আট মাসের মাথায় আলোনসোর সঙ্গে সম্পর্ক ছিন্ন… বিস্তারিত












