সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ | সময়: রাত ৯:২৫

ঢাকায় নেমেই মেট্রোরেলে জানাজাস্থলে যাচ্ছেন নেতাকর্মীরা

Daraz horizontal banner

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপি নেতাকর্মীরা ঢাকায় নেমেই মেট্রোরেল বেছে নিচ্ছেন। যানজট ও ভোগান্তি এড়িয়ে নির্ধারিত সময়ের আগেই জানাজাস্থলে পৌঁছাতেই তাদের এই উদ্যোগ।
চট্টগ্রাম মহানগরীর ৪৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বন্দর থানা বিএনপির সভাপতি হাসান মুরাদের নেতৃত্বে চট্টগ্রাম থেকে আগত নেতাকর্মীরা ট্রেনে করে কমলাপুর রেলওয়ে স্টেশনে নামেন। সেখান থেকে দ্রুত জানাজাস্থলে পৌঁছাতে তারা মতিঝিল মেট্রো স্টেশন হয়ে খামারবাড়ি স্টেশনের উদ্দেশ্যে রওনা দেন। এরপর জাতীয় সংসদ ভবন এলাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে দুপুর ২টায় অনুষ্ঠিত জানাজায় অংশ নেওয়ার প্রস্তুতি নেন তারা।
হাসান মুরাদ বলেন, চট্টগ্রাম থেকে ট্রেনে এসে কমলাপুরে নেমেছি। জানাজাস্থলে দ্রুত পৌঁছাতে মেট্রোরেল ধরেছি। আমাদের অনেক নেতাকর্মী আগেই মেট্রোরেলে করে সেখানে পৌঁছেছেন।

একইভাবে খুলনা থেকে সকালে রওনা দিয়ে সায়েদাবাদ বাস টার্মিনালে পৌঁছান বিএনপিকর্মী সৈকত। তিনি বলেন, লোকাল বাস বা সিএনজিতে গেলে ভিআইপি মুভমেন্ট ও সড়ক বন্ধ থাকার কারণে দেরি হতে পারে। তাই মেট্রোরেল বেছে নিয়েছি। এতে সময় কম লাগবে এবং ভোগান্তিও কম হবে।
সিরাজগঞ্জ থেকে ট্রেনে ঢাকায় আসেন বিএনপিকর্মী এনায়েতুর রহমান, সবুজ মিয়া ও নাজমুল হোসাইন। এনায়েতুর রহমান বলেন, ‌‘বাসে এলে দেরি হওয়ার আশঙ্কা ছিল। তাই রংপুর এক্সপ্রেসে করে কমলাপুরে নেমেছি। আমাদের জেলা থেকে অনেকেই এরই মধ্যে জানাজাস্থলে পৌঁছে গেছেন।’
তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, গণতন্ত্রের জন্য আপসহীন এই নেত্রীর জন্য সবাই দোয়া করবেন, যেন মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

এদিকে অনেক নেতাকর্মী লোকাল বাস, মোটরসাইকেল কিংবা ব্যাটারিচালিত রিকশাতেও জানাজাস্থলের উদ্দেশ্যে ছুটছেন। সবারই লক্ষ্য দুপুর ২টার আগেই জাতীয় সংসদ ভবন এলাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছে নির্ধারিত সময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়া।
দেশের বিভিন্ন এলাকা থেকে বাস ও ট্রেনে ঢাকায় নেমে যানজট এড়াতে এবং দ্রুত জানাজাস্থলে পৌঁছাতে বিএনপি নেতাকর্মীদের বড় একটি অংশ মেট্রোরেলকেই সবচেয়ে নিরাপদ ও কার্যকর মাধ্যম হিসেবে বেছে নিচ্ছেন।
প্রায় ৮০ বছর বয়সী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন হৃদরোগ ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত ২৩ নভেম্বর অসুস্থ হয়ে পড়লে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।
ইএআর/এমআরএম/এএসএম

Daraz horizontal banner
technoviable
technoviable
Daraz square banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ
একটি মধুর জয় আর কিছু চমক!

ডার্ক-কমেডি অ্যাকশন-থ্রিলার ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ এবং পুত্রের মৃত্যুতে উইলিয়াম