
দ্রুত বদলে যাওয়া পৃথিবীতে জীবনযাপনও যেন প্রতিদিনই নতুন সংজ্ঞা পাচ্ছে। ফ্যাশন থেকে ফিটনেস, খাবার থেকে মানসিক স্বাস্থ্য, সবকিছুর দৃষ্টিভঙ্গিতেই পরিবর্তন আনছে তরুণ প্রজন্ম। কেবল ট্রেন্ড অনুসরণ নয়, বরং ট্রেন্ড তৈরি করার মধ্যেই তারা খুঁজে নিচ্ছে নিজের পরিচয়। ২০২৫ সালে আমাদের জীবনকে ঘিরে কী কী নতুন বাস্তবতা তৈরি হয়েছে, বছর শেষে তারই একটি ছবি ফুটিয়ে তোলার চেষ্টা ছিলো এই ফিচারে—
মানসিক… বিস্তারিত












