
ফরিদপুরের সদরপুরে ঘরের ভেতরে আটকে পড়ে দুই শিশু। একটির বয়স সাড়ে তিন বছর, অপরটি দেড় বছরের। ঘরের দরজাটি পুরু স্টিলের তৈরি। পরিবারের সদস্যরা দরজা ভাঙতে পারছিলেন না। পরে জাতীয় জরুরি সেব ৯৯৯ এ ফোন করা হলে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে দুই শিশুকে উদ্ধার করে।
৯৯৯ এর পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, মঙ্গলবার বিকালে জেলার সদরপুর থানার খালাসীডাঙ্গি বাবুরচর এলাকায় একজন ৯৯৯ এ ফোন করে জানান, স্টিলের তৈরি দরজা… বিস্তারিত












