
প্রেমঘটিত বিষয়ে আগে থেকেই তুমুল সন্দেহ ছিল তাদের দিকে। গেল ২৫ নভেম্বর দুটি প্রেমময় লাইন আলাদাভাবে ফেসবুকে পোস্ট করে ইন্ডাস্ট্রিতে রীতিমতো চাপা উত্তেজনার জন্ম দিলেন। সেদিন আরিফিন শুভ ও জান্নাতুল ঐশী আলাদা পোস্টে জানালেন, ‘তোরে এতো ভালোবাসি আর বলবো কতবার’ এবং ‘যদি হারাস একটিবার মরে যাবো শতবার’!
এরপর মাঝে দুজনের চুম্বনরত একটি ছবি প্রকাশ করে প্রেম-বিশ্লেষকদের চাপা উত্তেজনায় যেন আলো জ্বেলে দিলেন! … বিস্তারিত












