
প্রেমের গুঞ্জনের মাঝে সহ–অভিনেতা অহন পান্ডে–কে নিয়ে আবেগঘন বক্তব্য দিয়েছেন অনীত পাড্ডা। অহনকে তিনি আখ্যা দিয়েছেন ‘পৃথিবীর অন্যতম সেরা মানুষ’ হিসেবে। ২৫ নভেম্বর রাতে দিল্লিতে তাদের প্রথম ক্যারিয়ার–পুরস্কার গ্রহণের মঞ্চে উঠে এই কথা বলেন অনীত।
অভিষেক ছবি ‘সাইয়ারা’র জন্য পাওয়া এই পুরস্কার হাতে নিয়ে অনীত ও অহন দু’জনেই তাদের বাবা–মা, পরিবার এবং পরস্পরের প্রতি কৃতজ্ঞতা জানান।
বক্তব্য রাখতে গিয়ে এক… বিস্তারিত












