
ইংরেজ আমলের সব পরাধীনতার অবশেষ সরিয়ে ফেললো ভারত। শনিবার থেকে প্রতিটি অঙ্গ রাজ্যে থাকা রাজ্যপালের ভবন-যা রাজভবন বলা হতো-তা এবার থেকে লোকভবন হবে। সেই কাজ শুরু হলো পশ্চিমবঙ্গ থেকে। পশ্চিমবঙ্গে রাজভবনের নাম বদলে হচ্ছে লোকভবন।
জানা গেছে, রাজভবনের নাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে আলোচনা চলছিল। কেন্দ্রের মোদি সরকারের অনুমতি মিলতেই শনিবার আনুষ্ঠানিক ঘোষণা হলো লোকভবনের নাম। এরপর… বিস্তারিত












