সব প্রতিযোগিতা মিলে ৩ ম্যাচে জয়হীন ছিল রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে এসে জয়ের ধারায় ফিরেছে লস ব্লাঙ্কোস। রিয়াল মাদ্রিদের হয়ে চার গোল করে একাই জয়ের নায়ক ছিলেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি তারকার নৈপুণ্যে অলিম্পিয়াকোসকে ৪–৩ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
গ্রিসে ম্যাচের শুরুতেই দলীয় আক্রমণ থেকে লিড নেয় অলিম্পিয়াকোস। ২০ গজ দূর থেকে নিশানা ভেদ করেন চিকিনহো। এরপর পুরো মঞ্চটাই দখলে নেন… বিস্তারিত












