বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ | সময়: ভোর ১:৩৩

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ৩০ কিশোর-কিশোরী

Daraz horizontal banner

ভারতে অনুপ্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরেছেন ৩০ কিশোর-কিশোরী।
বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত আসাদের মধ্যে ১১ কিশোরি ও ১৯ কিশোর রয়েছে।
বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির প্রোগ্রাম অফিসার রেখা বিশ্বাস বলেন, ফেরত আসারা অবৈধভাবে ভারতে প্রবেশের পর কলকাতার একাধিক থানা পুলিশের হাতে আটক হয়। পরে কলকাতার সেন্ট্রাল কারাগারে বিভিন্ন মেয়াদে সাজাভোগ করে। দু’দেশ সরকারের অনুমোদনে ট্রাভেল পারমিট পেয়ে তারা দেশে ফিরেছে।
রাইটস যশোর, জাস্টিস অ্যান্ড কেয়ার এবং বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি তাদের জিম্মায় নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করবে এবং কেউ আইনি সহযোগিতা চাইলে তা করা হবে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাখাওয়াত হোসেন বলেন, আইনানুগ প্রক্রিয়ার পর তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। থানা থেকে তাদেরকে তিনটি এনজিও সংস্থার হাতে তুলে দেওয়া হবে।
মো. জামাল হোসেন/এএইচ/এএসএম

Daraz horizontal banner
technoviable
technoviable
Daraz square banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট