মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ | সময়: সকাল ৭:৩৪

ঢাবির হলে দেওয়াল থেকে পলেস্তারা খসে পড়লো শিক্ষার্থীর ওপর

Daraz horizontal banner

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদদীন হলের দেওয়াল থেকে পলেস্তারা খসে পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন।
বুধবার (১৯ নভেম্বর) রাতে হলের ৩২৪ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম এমদাদুল হক দুর্জয়। তিনি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী।
দুর্ঘটনার বিষয়ে তিনি বলেন, আমি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ আমার বিছানার পাশের জানালার দেওয়াল থেকে বিরাট এক পলেস্তারা খসে পড়ে। এতে আমার চোখে বালু ঢুকে যায়। এছাড়া সামান্য আহত হই, পরে প্রাথমিক চিকিৎসা নিই।
তিনি আরও বলেন, আমি ভয়ে ও আতঙ্কে সারারাত ঘুমাতে পারিনি। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করবো এমন ঝুকিপূর্ণ স্থাপনা পরিহার করতে।
এ বিষয়ে কবি জসীম উদদীন হল সংসদের জিএস মাসুম আব্দুল্লাহ বলেন, এই শিক্ষার্থী গুরুতর আহত হওয়া থেকে এই যাত্রায় রেহাই পেলেও এটা আমাদের দেখিয়ে দেয় আমরা কতটা নিরাপত্তাঝুঁকিতে রয়েছি। এমন করুণ অবস্থার পরও বিশ্ববিদ্যালয় থেকে নেই কোনো বরাদ্দ। এমনকি নতুন কোনো ভবন নির্মাণেরও উদ্যোগ দেখা যাচ্ছে না।
হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শাহিন খান বলেন, বিষয়টি জানার পরপরই আমাদের হাউজ টিউটর ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়কে অবগত করা হয়েছে।
এফএআর/বিএ

Daraz horizontal banner
technoviable
Daraz square banner
technoviable

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট