
রাজধানীর শ্যামপুরে সন্ধ্যার পর ফ্লাইওভারের ওপর থেকে নিচে ২টি স্থানে তিনটি ককটেল নিক্ষেপের পর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় হাতেনাতে একজনকে আটক করা হয়।
রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার পর কদমতলীর বিক্রমপুর প্লাজা ও সেতু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ফ্লাইওভারের ওপর থেকে কদমতলী থানা এলাকার বিক্রমপুর প্লাজার সমানে দুটি ও সেতু মার্কেটের সামনে একটি ককটেল নিক্ষেপ করে… বিস্তারিত












