
বাবা হলেন সংগীতশিল্পী মেহরাব
বাবা হলেন সংগীতশিল্পী মেহরাব। গত বছরের ৯ নভেম্বর তার স্ত্রী রুশী চৌধুরীর কোলজুড়ে আসে পুত্রসন্তান। নাম রাখেন এরহান রহমান। সুখবরটি যথাসময়ে ভক্তদের জানাতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেন মেহরাব। বললেন, ‘বিলম্বে হলেও এরহানের খবরটি সবাইকে জানাতে পেরে ভালো লাগছে।












