
যুক্তরাষ্ট্রে জয়ে শুরু ফাহাদের, ড্র তাজওয়ারের
ইউএস মাস্টার্স চেস চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের ফাহাদ রহমানের। তবে ড্র করেছেন তাহসিন তাজওয়ার জিয়া। মার্কিন যুক্তরাস্ট্রের নর্থ ক্যারোলিনা শহরের কিনেস ড্রাইভ চ্যারলাটের হিলটন ইউনিভার্সিটি প্লেস হোটেলে প্রথম রাউন্ডের খেলায় বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান কানাডার ক্যান্ডিডেট












