
ডিআইএফএফ: ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর বসতে যাচ্ছে আগামী ১০ জানুয়ারি থেকে। চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ এই প্রতিপাদ্য নিয়ে রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে হবে এই উৎসব। নিশ্চিত করেছেন উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল। আরও












