
সোমবার থেকে শুরু হচ্ছে ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজ। পাঁচদিন ব্যাপী এই টুর্নামেন্টের পর্দা নামবে ২৬ ডিসেম্বর। পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশসহ ১৮টি দেশ তাতে অংশ নিচ্ছে। নতুন করে যুক্ত হয়েছে কাজাখস্তান। ৫হাজার ডলারের টুর্নামেন্টে বাংলাদেশের টপ সিডেড হিসেবে আল আমিন জুমার, মোয়াজ্জেম হোসেন অহিদুলরা থাকছেন। তাদের সামনে এবার নতুন চ্যালেঞ্জ।
এর… বিস্তারিত












