সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ | সময়: সকাল ৭:২৭

হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে চট্টগ্রামে শিবিরের বিক্ষোভ

Daraz horizontal banner

জুলাই যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে নগরীর দেওয়ানহাট মোড় থেকে আগ্রাবাদ পর্যন্ত এ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সভাপতি মাইমুনুল ইসলাম মামুন, চট্টগ্রাম–১০ আসনের জামায়াত মনোনীত প্রার্থী শামসুজ্জামান হেলালী, সাবেক মহানগর শিবির সভাপতি ইমরানুল হক এবং মোহাম্মদ ফায়েদ, মহানগর শিবির নেতা রাকিবুল ইসলাম, বাহাউদ্দিন, সাহিদুল মুরসালিনসহ বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে শরিফ ওসমান হাদির ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে ওসমান হাদির হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বাধা সৃষ্টির যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে শিবিরের পক্ষ থেকে দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করা হয়।
সমাবেশে দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
এমডিআইএইচ/এনএইচআর

Daraz horizontal banner
technoviable
Daraz square banner
technoviable

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ
সরীসৃপতন্ত্র

৮ ৮ নভেম্বর ১৯৮৭, সন্ধ্যা ৭টাখানিকটা টিকটিকির অনুপ্রেরণায়, অনেকটা নিজের