
৮
৮ নভেম্বর ১৯৮৭, সন্ধ্যা ৭টাখানিকটা টিকটিকির অনুপ্রেরণায়, অনেকটা নিজের পেটের তাড়নায় এবং বৃষ্টিস্নাত রাতের প্রভাবে মোকাম এসে দাঁড়ায় নাজমুল জেনারেল স্টোরের উল্টো পাশে। উদ্দেশ্য—ডিম-খিচুড়ির বন্দোবস্ত করা। সড়কের আলো-আঁধারির অবগুণ্ঠনে মিশে মোকাম সরু চোখে তাকিয়ে থাকে নাজমুল এবং সালেহ কাকার দোকান দুটির দিকে। নাজমুল সালেহ কাকার দোকানের সবচেয়ে কর্মঠ এবং চালু কর্মচারী ছিল। টানা বেশ কয়েক বছর… বিস্তারিত












