মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ | সময়: সকাল ৫:৫৪

শিল্পীদের নিরাপত্তা চাইলেন ফারিণ

Daraz horizontal banner

অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি- এই ঘটনাকে কেন্দ্র করে সরগরম শোবিজ অঙ্গন। এমন পরিস্থিতিতে শিল্পীদের নিরাপত্তা ও সম্মানের বিষয়টি সামনে আনলেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ।
আজ (১৬ নভেম্বর) রাত আটটায় নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘শিল্পীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করা বন্ধ হোক। শিল্পকে এগিয়ে নিতে হলে শিল্পীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা জরুরি।’
ফারিণের এই স্ট্যাটাস প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মধ্যে শুরু হয় আলোচনা। অনেকেই মন্তব্য করেছেন-শিল্পীরা একের পর এক অযাচিত সমস্যায় জড়ালে তাদের সুরক্ষায় প্রভাবশালী ব্যক্তিদের এগিয়ে আসা জরুরি।

আজ দুপুরে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ থেকে মেহজাবীন এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার খবর প্রকাশ্যে আসে। শুরুতে বিষয়টি নিয়ে বিভ্রান্তি থাকলেও শেষ পর্যন্ত আগাম জামিন নিতে আদালতে হাজির হন অভিনেত্রী। সন্ধ্যায় আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন মেহজাবীনের আইনজীবী তুহিন হাওলাদার।
মামলার বাদী আমিরুল ইসলাম অভিযোগ করেছেন, দীর্ঘদিনের পরিচয়কে কাজে লাগিয়ে নতুন ব্যবসায় পার্টনার করার কথা বলে মেহজাবীন এবং তার ভাইয়ের পক্ষ থেকে বিভিন্ন প্রলোভন দেখানো হয়। নগদ ও বিকাশে মোট ২৭ লাখ টাকা নেওয়ার পরও কার্যক্রম শুরু না হওয়ায় তিনি টাকা ফেরত চান। অভিযোগ, এরপর তাকে বারবার সময়ক্ষেপণ করা হয়।
এজাহারে আরও বলা হয়েছে, ১১ ফেব্রুয়ারি টাকা চাইতে গেলে তাকে ১৬ মার্চ হাতিরঝিলের একটি রেস্টুরেন্টে যেতে বলা হয়। সেখানে গিয়ে তিনি অপমানিত হন এবং জীবননাশের হুমকির মুখে পড়েন। বিষয়টি থানায় জানালে তাকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়। পরে তিনি ২৪ মার্চ ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় মামলা করেন।
আরও পড়ুনআত্মসমর্পণ করে জামিন পেলেন মেহজাবীন চৌধুরী ‘প্রতিপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে মামলা হতে পারে’ 
নির্ধারিত তারিখে আসামিরা আদালতে উপস্থিত না থাকায় ৩ নভেম্বর গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়, যা ১০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে জারি হয়।
এমএমএফ/জিকেএস

Daraz horizontal banner
technoviable
Daraz square banner
technoviable

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট