সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ | সময়: সকাল ১১:৩৫

শাওমির নতুন ফোনে ম্যানুয়াল জুম রিং, ঘোরালেই চালু হবে ক্যামেরা

Daraz horizontal banner

 
স্মার্টফোন ক্যামেরা প্রযুক্তিতে নতুন উদ্ভাবন এনেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। সম্প্রতি উন্মোচিত শাওমি ১৭ আলট্রা লাইকা এডিশন ফোনে যুক্ত করা হয়েছে একটি ম্যানুয়াল জুম রিং, যা ঘোরালেই স্বয়ংক্রিয়ভাবে ক্যামেরা চালু হয়ে যায়। স্মার্টফোনে এই ধরনের যান্ত্রিক জুম কন্ট্রোল প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ব্যবহার করা হলো।
আন্তর্জাতিক প্রযুক্তি বিষয়ক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, জুম রিংটি মাত্র ০.০৩ মিলিমিটার নড়াচড়াও শনাক্ত করতে পারে। ফলে স্ক্রিনে টাচ ছাড়াই জুম নিয়ন্ত্রণ সম্ভব হবে। প্রয়োজনে এই রিংটি এক্সপোজার কম্পেনসেশন ও ম্যানুয়াল ফোকাস নিয়ন্ত্রণেও ব্যবহার করা যাবে বলে জানিয়েছে শাওমি।
ক্যামেরা স্পেসিফিকেশনে ফোনটিতে রয়েছে ১-ইঞ্চি সেন্সরের ৫০ মেগাপিক্সেল এফ/১.৬৭ মেইন ক্যামেরা এবং ১/১.৪-ইঞ্চি সেন্সরের ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স। পাশাপাশি রয়েছে ৫০ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ও সেলফি ক্যামেরা।
পারফরম্যান্সের জন্য শাওমি ১৭ আলট্রা ও লাইকা এডিশন-উভয় মডেলেই ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন৫ প্রসেসর। এতে সর্বোচ্চ ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ১ টেরাবাইট ইউএফএস ৪.১ স্টোরেজ সুবিধা রয়েছে। ফোনটিতে আছে ৬.৯ ইঞ্চির ১২০ হার্জ অ্যামোলেড ডিসপ্লে, যার সর্বোচ্চ উজ্জ্বলতা ৩,৫০০ নিটস।
ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে ৬,৮০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার সিলিকন-কার্বন ব্যাটারি, যা ৯০ ওয়াট ওয়্যার্ড ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সমর্থন করে।
লাইকা এডিশনে বিশেষভাবে যোগ করা হয়েছে দুই রঙের ফিনিশ, সামনের অংশে লাইকার লাল ডট, টেক্সচার্ড এজ, লাইকা মনোপ্যান ৫০ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটসহ বিশেষ ফিল্ম সিমুলেশন। এছাড়া রয়েছে ‘লাইকা মোমেন্টস’ ৩:২ অ্যাসপেক্ট রেশিও, বিশেষ এনক্রিপশন চিপ ও ডুয়াল-স্যাটেলাইট কানেকশন সুবিধা।
বিশেষ সংস্করণ হিসেবে ফোনটি একটি কাস্টম বক্সে লেন্স ক্যাপ, ল্যানইয়ার্ড, ম্যাগনেটিক কেস ও লাইকা ব্র্যান্ডেড ক্লিনিং ক্লথসহ সরবরাহ করা হচ্ছে।
দামের দিক থেকে চীনের বাজারে শাওমি ১৭ আলট্রা লাইকা এডিশনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭,৯৯৯ ইউয়ান (প্রায় ১,১৪০ মার্কিন ডলার) এবং সাধারণ ১৭ আলট্রার দাম ৬,৯৯৯ ইউয়ান (প্রায় ৯৯৫ ডলার)। বাংলাদেশে যা প্রায় ১ লাখ ২১ হাজার টাকা। দামের দিক থেকে এটি গুগল পিক্সেল ১০ ও স্যামসাং গ্যালাক্সি ২৫ সিরিজের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামছে।
আরও পড়ুনজরুরি কলে লাইভ ভিডিও শেয়ার করতে পারবেন অ্যান্ড্রয়েডেচোখের পলকে ফোনের চার্জ শেষ হচ্ছে, সমাধান করুন নিজেই
সূত্র: এনগ্যাজেট
কেএসকে

Daraz horizontal banner
Daraz square banner
technoviable
technoviable

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ
নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ দাবি করা ছবি পোস্ট করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’