
শত পর্বের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে মাছরাঙা টেলিভিশনের দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’।
প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায় প্রচার হচ্ছে নাটকটি।
২৪ ডিসেম্বর, বুধবার প্রচার হবে এর ১০০তম পর্ব। কচি খন্দকারের রচনা ও পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, সালহা খানম নাদিয়া, মুসাফির সৈয়দ বাচ্চু, কচি খন্দকার, রোবেনা রেজা জুঁই, সুজাত শিমুল, অনিক,… বিস্তারিত












