
রাশিয়ার মধ্যাঞ্চলীয় তামবভ এলাকায় দ্রুজবা তেল পাইপলাইনে হামলা চালিয়েছে ইউক্রেন। দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা জিইউআর-এর এক সূত্র বুধবার এই দাবি করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
সূত্র মতে, হাঙ্গেরি ও স্লোভাকিয়ায় রাশিয়ার তেল সরবরাহকারী এই পাইপলাইনে এটি ইউক্রেনের পঞ্চম হামলা।
রাশিয়া ২০২২ সালে ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর অধিকাংশ ইউরোপীয় ইউনিয়ন দেশ রুশ জ্বালানি আমদানি বন্ধ… বিস্তারিত












