
সব ঠিক ছিল। কনসার্টের ভেন্যু, সময়, মঞ্চ, সাউন্ড, লাইট; এমনকি মূল চমক পাকিস্তানের আলি আজমতও ৩ দিন আগে ঢাকায় এসে পৌঁছেছেন। লক্ষ্য একটাই, ১৪ নভেম্বর ঢাকায় জেমসের মঞ্চে গাইবেন আজমত। দুই দেশের দুই তারকার এটাই প্রথম মঞ্চ শেয়ার। ফলে দুই পক্ষের আগ্রহটাও ছিল সমানে সমান।
কিন্তু কনসার্টের আগের দিন রাতে (১৩ নভেম্বর) আয়োজক সূত্র নিশ্চিত করেছে, ১৪ নভেম্বরের নির্ধারিত কনসার্টটি হচ্ছে না। কারণ রাজনৈতিক… বিস্তারিত












