রবিবার, ১১ জানুয়ারি ২০২৬ | সময়: সকাল ৭:১২

মার্কিন হুমকির জেরে কলম্বিয়ায় গণবিক্ষোভ, ট্রাম্পকে পেত্রোর ফোন

Daraz horizontal banner

কলম্বিয়ায় ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযানের হুমকির বিরুদ্ধে জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় লাতিন এ দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। রাজধানী বোগোতাসহ কলম্বিয়ার বিভিন্ন শহরের জনসমাগমস্থলে লাখো মানুষ মার্কিনবিরোধী স্লোগান দিয়ে এর প্রতিবাদ জানিয়েছেন।
এদিকে বিক্ষোভের মধ্যেই প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সঙ্গে ফোনালাপের তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। খুব শিগগির দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) কলম্বিয়ার রাজধানী বোগোতার সর্বত্র উড়তে থাকে কলম্বিয়ার জাতীয় পতাকা। প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর আহ্বানে ঘোষিত জাতীয় গণসমাবেশ দিবসে সাড়া দিয়ে দেশের বিভিন্ন স্থানে মানুষ রাস্তায় নামেন। একই দিনে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সঙ্গে আলাপের বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প জানিয়েছেন, পেত্রোর সঙ্গে তার কথোপকথন ভালো পরিবেশে হয়েছে এবং খুব শিগগির হোয়াইট হাউজে দু’নেতার মধ্যে বৈঠকের আয়োজন করা হবে।
ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে লিখেছেন, কলম্বিয়ার প্রেসিডেন্ট ফোন করে মাদকবিষয়ক ইস্যু এবং দুই দেশের মধ্যে অন্যান্য মতবিরোধ নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, আমি তার ফোনকল এবং কথার ধরনের প্রশংসা করি এবং শিগগিরই তার সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় আছি।
ট্রাম্প আরও জানিয়েছেন, বৈঠকের আয়োজনের বিষয়টি দেখভাল করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী। ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউজে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
এদিকে বোগোতার কেন্দ্রীয় প্লাজা দে বলিভারের বিক্ষোভে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে উপস্থিত ছিল হাজার হাজার মানুষ। এবিক্ষোভ থেকে যুক্তরাষ্ট্রকে বিশ্ব শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি বলে উল্লেখ করা হয়েছে। বিক্ষোভ ঘিরে যুক্তরাষ্ট্রের বোগোতা দূতাবাসের নিরাপত্তা আরও জোরদার করা হয়।
সূত্র: দ্য গার্ডিয়ান
কে এম

Daraz horizontal banner
technoviable
technoviable
Daraz square banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট