
ভারতে গোয়া অঙ্গরাজ্যের একটি নাইটক্লাবে সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) প্রথম প্রহরে আরপোরা গ্রামের জনপ্রিয় পার্টি ওই ভেন্যু ‘বার্চ বাই রোমিও’র রান্নাঘরে আগুনের সূত্রপাত।
স্থানীয় বিজেপি বিধায়ক মাইকেল লোবো বলেন, ২৩টি লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাম্বলিমের সরকারি মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। দমকলবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাতভর… বিস্তারিত












