
বিপিএলে ইতিহাস গড়েছেন আফগান ক্রিকেটার মোহাম্মদ নবী ও তার ছেলে হাসান ইসাখিল। শীর্ষ কোনও টি–টোয়েন্টি লিগে প্রথমবারের মতো বাবা–ছেলে জুটি হিসেবে একসঙ্গে ব্যাট করার নতুন নজির গড়েছেন তারা। দুজনেই খেলছেন নোয়াখালী এক্সপ্রেসের হয়ে। তাদের কীর্তির দিনে ঢাকা ক্যাপিটালসকে ৪১ রানে হরিয়ে দ্বিতীয় জয় তুলে নিয়েছে নোয়াখালী।
ম্যাচসেরা ইনিংসটা ছিল হাসান ইসাখিলের। নোয়াখালী এক্সপ্রেসের হয়ে এদিন… বিস্তারিত












