সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ | সময়: সকাল ৪:০১

বাউবির এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৮৭ শতাংশ

Daraz horizontal banner

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ওপেন স্কুল পরিচালিত এইচএসসি (নিশ–১) পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৮৭ দশমিক ২০ শতাংশ।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে ফলাফল হস্তান্তর করেন বাউবির পরীক্ষা নিয়ন্ত্রক মো. হাবিবুল্লাহ মাহমুদ।
বাউবি সূত্র জানায়, এ বছর বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যদের জন্য পরিচালিত নিশ–১ কর্মসূচিতে মোট ৪ হাজার ১৬১ জন পরীক্ষার্থী নিবন্ধন করেন। তাদের মধ্যে ৩ হাজার ৮৫৯ জন পরীক্ষায় অংশ নেন এবং পাস করেন ৩ হাজার ৩৬৫ জন। পাসের হার দাঁড়িয়েছে ৮৭ দশমিক ২০ শতাংশ।
উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১ জন জিপিএ–৫ পেয়েছেন। এছাড়া জিপিএ ‘এ’ পেয়েছেন ৪৬৯ জন, ‘এ–’ পেয়েছেন ১ হাজার ১১৩ জন, ‘বি’ পেয়েছেন ১ হাজার ৩৯১ জন এবং ‘সি’ পেয়েছেন ৩৯১ জন। ফল জানা যাবে বাউবির ওয়েবসাইটে (result.bou.ac.bd)।
উপ-উপাচার্যের অনুমোদনের পর পরীক্ষার স্পট এভালুয়েশন প্রক্রিয়া সম্পন্ন করে মাত্র ২৫ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করেছে পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার অব ডিজাস্টার ম্যানেজমেন্ট (এমডিএম) কর্মসূচির ২৫১তম টার্মের (প্রথম ও তৃতীয় সেমিস্টার) কোর্সভিত্তিক এবং চূড়ান্ত ফলাফলও প্রকাশ করা হয়েছে।
ফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউবির উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন এবং ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. শিরিন সুলতানা।
এএএইচ/এমএএইচ/

Daraz horizontal banner
Daraz square banner
technoviable
technoviable

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ
সরীসৃপতন্ত্র

৮ ৮ নভেম্বর ১৯৮৭, সন্ধ্যা ৭টাখানিকটা টিকটিকির অনুপ্রেরণায়, অনেকটা নিজের