
একটি রাষ্ট্রের আয়নায় সবচেয়ে স্পষ্টভাবে ধরা পড়ে তার রাজনীতি। আর সেই আয়নায় যদি বারবার একই মুখ, একই লিঙ্গ, একই ক্ষমতার কাঠামোই প্রতিফলিত হয়- তবে প্রশ্ন ওঠে, এই রাষ্ট্র কাদের? আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী তালিকা আমাদের সামনে ঠিক সেই প্রশ্নটিই দাঁড় করিয়েছে। দেশের মোট জনসংখ্যা বিবিএস এর তথ্য অনুযায়ী ১৭ কোটি ২৯ লাখ, জাতিসংঘ জনসংখ্যা তহবিলের হিসেবে ১৭ কোটি ৫৭ লাখ আর নির্বাচন কমিশনের… বিস্তারিত












