
বছর হিসেবে দীর্ঘ। প্রায় দুই দশকের ক্যারিয়ার তানজিকা আমিনের। অথচ সংখ্যার বিচারে বেশ কম। নবাগতার মতো! সর্বশেষ এই অভিনেত্রী মূলত দারুণ আলোচনায় আসেন আশফাক নিপুণের ওয়েব সিরিজ ‘মহানগর ২’ দিয়ে।
বলা যেতে পারে টিভি নাটকের গণ্ডি পেরিয়ে দারুণ ওটিটি ওপেনিং ছিলো সেটি। এরপর তিনি আরও কয়েকটি ওয়েব কনটেন্টে অভিনয় করেন। সেই সূত্রে এই ডিসেম্বরে কাছাকাছি সময়ে দুটি ভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে… বিস্তারিত












