
রাত তখন প্রায় বারোটা। বলছি এই বছর এপ্রিলে নেপাল ভ্রমণ নিয়ে। কাঠমান্ডুর আকাশে হালকা কুয়াশা। দূরে গঙ্গা ধাপার উপত্যকায় পুলিশের সাইরেন ভেসে আসছিল। নেপালের বারা জেলার সেমরায় তখন কারফিউ। রাস্তা শুনশান। দোকানের শাটার নেমে গেছে। বাতাসে ভাসছে শুধু একটাই প্রশ্ন—ফিরে কি আসছে নেপালের সেই অস্থির দিনগুলো?
ঠিক কিছু মাস আগেও এমনই এক রাত দেখেছিল দেশটি। সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার সিদ্ধান্ত ছিল… বিস্তারিত












