
তাহসানের বিচ্ছেদের অস্বস্তিকর খবরের দিনে যেন খানিক স্বস্তির বাতাস দিলেন শিরোনামহীন ভোকাল শেখ ইশতিয়াক। জানান দিলেন, বিয়েবন্ধনে আবদ্ধ হওয়ার খবর।
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর ৩০০ ফিট এলাকার একটি রিসোর্টে পারিবারিক ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে জমকালো আয়োজনে সম্পন্ন হয় তার বিয়ের আনুষ্ঠানিকতা। এতে লাইভ গান পরিবেশন করে ব্যান্ড শিরোনামহীন! যাতে নিজের বিয়েতেই পারফর্ম করেছেন ইশতিয়াক।
সামাজিক… বিস্তারিত












