
২০২৫ সাল ছিল জয়া আহসানের জন্য সমতার খেলা। এর আগে লম্বা সময় অভিযোগ ছিল, অভিনেত্রীর টলিউড প্রীতির বিষয়ে। বলা হচ্ছিল, কলকাতার ৫টি সিনেমার বিপরীতে মাত্র একটি সিনেমার দেখা মেলে ঢালিউডে।
সেই অভিযোগ বা অনুযোগ দারুণভাবে খণ্ডালেন গেল বছরে। বছরজুড়ে দুই বাংলার প্রেক্ষাগৃহে নিয়মিত মুক্তি পেয়েছে জয়া আহসানের দারুণ সব সিনেমা। যেমন- ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘পুতুলনাচের ইতিকথা’, ‘ফেরেশতে’, ‘জয়া আর শারমিন’, ‘ডিয়ার মা’… বিস্তারিত












