সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ | সময়: সকাল ৪:১১

ঢাবির কেন্দ্রীয় মসজিদ পুনর্নির্মাণে তুরস্কের সংস্থার সঙ্গে আলোচনা

Daraz horizontal banner

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ পুনর্নির্মাণ প্রকল্পের সার্বিক অগ্রগতি নিয়ে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে আলোচনা করেছেন তুরস্কের অলাভজনক ইসলামি সংস্থা আইডিডিইএফের সভাপতি মেহমেত তুরান।
তিনি শুক্রবার (২৮ নভেম্বর) ঢাবি উপাচার্যের বাসভবনের কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎকালে এ আলোচনা করেন। এসময় আইডিডিইএফের আন্তর্জাতিক সমন্বয়কারী সালাহউদ্দিন সিলান তার সঙ্গে ছিলেন।
আরও পড়ুনবিশেষজ্ঞ নিয়োগের দেড় বছরেও এমএইচ হল ভাঙার বিষয়ে অগ্রগতি নেইপাঁচ বছর পর বেরোবিতে ছাত্রদলের আংশিক কমিটি
উপস্থিত ছিলেন ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহা. আব্দুল্লাহ আল মাহমুদ, প্রকল্পের স্থপতি এবং ঢাবি ও আইডিডিইএফের কর্মকর্তারা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পুনর্নির্মাণ হতে যাওয়া ঢাবির কেন্দ্রীয় মসজিদ কমপ্লেক্সে শিক্ষা ও গবেষণার সুযোগসহ সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা থাকবে। এ প্রকল্পের একটি ডিজিটাল জরিপ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে মসজিদের চূড়ান্ত নকশা প্রণয়নের কাজ চলছে। ঢাবি এবং আইডিডিইএফ কর্তৃপক্ষের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের পর শিগগিরই নির্মাণকাজ শুরু হবে বলে আশা করা যাচ্ছে।
এফএআর/একিউএফ/এএসএম

Daraz horizontal banner
technoviable
technoviable
Daraz square banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ
সরীসৃপতন্ত্র

৮ ৮ নভেম্বর ১৯৮৭, সন্ধ্যা ৭টাখানিকটা টিকটিকির অনুপ্রেরণায়, অনেকটা নিজের