
বাংলাদেশে পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ লড়ার আর কোনও সুযোগ পাচ্ছে না বলেই আপাতদৃষ্টিতে মনে হচ্ছে। কিন্তু ভারত এ বিষয়ে এখনও পুরোপুরি হাল ছাড়েনি বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। একটি ‘অন্তর্ভুক্তিমূলক’ ও ‘গ্রহণযোগ্য’ নির্বাচন আয়োজনের স্বার্থে প্রতীকী হলেও আওয়ামী লীগকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া উচিত– ভারতের এই মনোভাব অন্তর্বর্তী সরকারের কাছে অতি সম্প্রতিও পরিষ্কার করে… বিস্তারিত












