
দিন কয়েক আগে আমার গবেষণা দলের সঙ্গে একটি মিটিং ছিল। উদ্দেশ্য ছিল চলমান কিছু কাজ নিয়ে আলোচনা করা। আর ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করা। মিটিংয়ের জন্য নির্ধারিত স্থানে গিয়ে দেখি মাত্র দুজন ছাড়া আর কেউ হাজির হননি। এর ফাঁকে বলে রাখি, আমার গবেষণা দলের বেশিরভাগ সদস্যই বয়সে তরুণ। হালের প্রচলিত ভাষা অনুযায়ী তারা ‘জেন জেড’। সেদিন হাজির দুই সদস্যের একজন ‘জেন জেড’। আরেকজন… বিস্তারিত












