সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ | সময়: ভোর ১০:৪৭

ক্লাউডফ্লেয়ার নয়, ডট বাংলা-ডট বিডি ডোমেইন ব্যবহার করুন

Daraz horizontal banner

ক্লাউডফ্লেয়ার ছেড়ে বাংলাদেশি ডোমেইন ডট বাংলা ও ডট বিডি ব্যবহারের আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এ আহ্বান জানান তিনি।
পোস্টে ফয়েজ আহমদ তৈয়্যব লিখেছেন, বিশ্বজুড়ে ক্লাউডফ্লেয়ার ডাউন। এক ঝুড়িতে সব ডিম না রেখে ডট বাংলা ও ডট বিডি ডোমেইন ব্যবহার করুন। সম্প্রতি আমরা ডট বাংলা ও ডট বিডি জন্য রিসেলার নিয়োগ দেওয়া শুরু করেছি। আপনি চাইলে আবেদনও করতে পারেন!
এদিকে, আজ সন্ধ্যার দিকে ক্লাউডফ্লেয়ারের নেটওয়ার্কে বড় ধরনের ত্রুটি দেখা দেওয়ায় বিশ্বজুড়ে বহু ব্যবহারকারীর সেবা বিঘ্নিত হয়েছে। ফলে ক্লাউডফ্লেয়ারের ওপর নির্ভরশীল অসংখ্য ওয়েবসাইট সাময়িকভাবে অচল হয়ে পড়ে।
এক বিবৃতিতে ক্লাউডফ্লেয়ার জানায়, আমরা এমন একটি সমস্যার বিষয়ে অবগত, যা বহু গ্রাহককে প্রভাবিত করছে। বিভিন্ন সাইটে সমস্যা দেখা যাচ্ছে। পাশাপাশি ক্লাউডফ্লেয়ার ড্যাশবোর্ড ও এপিআইও কাজ করছে না। বিষয়টির খতিয়ে দেখা হচ্ছে এবং সমস্যা সমাধানে কাজ চলছে। খুব শিগগির আপডেট দেওয়া হবে।
এএএইচ/এমএএইচ/

Daraz horizontal banner
technoviable
Daraz square banner
technoviable

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ
একটি মধুর জয় আর কিছু চমক!

ডার্ক-কমেডি অ্যাকশন-থ্রিলার ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ এবং পুত্রের মৃত্যুতে উইলিয়াম