
অকালে প্রাণ হারালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জেনস সুমন। ২৮ নভেম্বর বিকাল ৪টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে মারা গেছেন তিনি।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কণ্ঠশিল্পী কিশোর পলাশ।
‘একটা চাদর হবে’ খ্যাত এই শিল্পীর প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’ প্রকাশ হয় ১৯৯৭ সালে। এরপর ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোরা আয়’, ‘চেরী’সহ অনেক জনপ্রিয় গান উপহার দেন… বিস্তারিত












