
পথচলার চার দশক পেরিয়ে নতুন দশকে যাত্রা শুরু করেছে বাংলাদেশের অন্যতম রক ব্যান্ড ওয়ারফেজ। নব্বই দশকের শুরুতে বাংলায় হেভি মেটাল ঘরানার গান করে শ্রোতাদের রীতিমত চমকে দিয়েছে ব্যান্ডটি।
’৯১ সালে প্রথম অ্যালবাম ‘ওয়ারফেজ’ দিয়ে নিজেদের পরিচয় জানান দেয় তারা। ‘বসে আছি’, ‘একটি ছেলে’, ‘বিচ্ছিন্ন আবেগ’, ‘স্বাধিকার’, ‘কৈশোর’সহ অ্যালবামের গানগুলো দারুণ সাড়া জাগায় শ্রোতাদের মাঝে। এরপর কেবলই সামনে চলা। অবাক… বিস্তারিত












