
কিশোরগঞ্জের করিমগঞ্জে নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট করে দল ছেড়েছেন মো. শিপন মিয়া (২৬) নামে এক আওয়ামী লীগ নেতা। তিনি করিমগঞ্জ পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন। গত ২০ নভেম্বর এফিডেভিট করে দল ছাড়ার আইনি ঘোষণা দেন।
রড, সিমেন্ট ও বালু ব্যবসায়ী শিপন মিয়া করিমগঞ্জ পৌর এলাকার পশ্চিম নয়াকান্দি গ্রামের বাবুল মিয়ার ছেলে। আওয়ামী লীগ ছাড়ার এফিডেভিটে তিনি লিখেছেন, ‘আমি করিমগঞ্জ পৌর… বিস্তারিত












