শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ | সময়: সকাল ৬:২৬

অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলের আশঙ্কা

Daraz horizontal banner

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের বাসিন্দাদের ঘরবাড়ি হারানো বা তার চেয়েও ভয়াবহ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে সতর্ক করেছে কর্তৃপক্ষ। দেশটির বড় একটি অংশে তীব্র তাপপ্রবাহ ও ভয়ংকর দাবানল পরিস্থিতি তৈরি হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) ও শনিবার অস্ট্রেলিয়ার অধিকাংশ রাজ্য ও অঞ্চলে রেকর্ড পরিমাণ তাপমাত্রা দেখা দিতে পারে। বিশেষ করে ভিক্টোরিয়া ও সাউথ অস্ট্রেলিয়ায় তীব্র তাপপ্রবাহ ও ঝোড়ো হাওয়ার কারণে দাবানলের ঝুঁকি অত্যন্ত বেশি।
ভিক্টোরিয়া রাজ্যজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যের সব অঞ্চলেই আগুনের ঝুঁকির মাত্রা ‘চরম’ বা ‘বিপর্যয়কর’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
ভিক্টোরিয়ার কান্ট্রি ফায়ার অথরিটির প্রধান জেসন হেফারনান বলেন, ভিক্টোরিয়ার মানুষকে আরও সম্পদের ক্ষতি কিংবা তার চেয়েও খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।
তিনি জানান, শুক্রবার ভিক্টোরিয়ায় তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।
মধ্য ভিক্টোরিয়ার লংউড এলাকার কাছে একটি দাবানলে প্রায় ৩৬ হাজার হেক্টর জমি পুড়ে গেছে। ছোট শহর রাফিতে অন্তত ১০টি বাড়ি ধ্বংস হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রাফির ফায়ার সার্ভিস প্রধান জর্জ নয় বলেন, শহরটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, মূল সড়ক দেখে মনে হচ্ছে যেন বোমা পড়েছে। আমরা একটি স্কুল হারিয়েছি।
তিনি আরও জানান, অনেক মানুষ তাদের সবকিছু হারিয়েছেন—জীবিকা, পশুপালন কেন্দ্র ও গবাদিপশু। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর নেই।
ভিক্টোরিয়া পুলিশের উপকমিশনার বব হিল জানান, লংউড এলাকায় দুই প্রাপ্তবয়স্ক ও এক শিশুসহ তিনজন এখনো নিখোঁজ রয়েছেন। আগুন লাগার আগে তাদের আশ্রয় নিতে বলা হয়েছিল, কিন্তু পরে বাড়িটি পুড়ে গেলেও তাদের খোঁজ পাওয়া যায়নি।
তিনি বলেন, তারা নিরাপদ থাকতে পারে। আমরা এখনো সব সম্ভাবনা খোলা রাখছি।
ভিক্টোরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের ওয়ালওয়া এলাকায় আরেকটি দাবানলে ১৭ হাজার হেক্টরের বেশি জমি পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস প্রধান হেফারনান বলেন, শুধু আগুনের কাছাকাছি থাকা মানুষ নয়, রাজ্যের সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, আজ আরও অনেক নতুন আগুন লাগতে পারে।
এদিকে সাউথ অস্ট্রেলিয়ায় রাতভর বেশ কয়েকটি ছোট দাবানল নিয়ন্ত্রণে আনা হয়েছে। সেখানে কিছু এলাকায় তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
সূত্র: বিবিসি
এমএসএম

Daraz horizontal banner
Daraz square banner
technoviable
technoviable

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট